বিনোদ ফুলের বিনোদ মালা
বিনোদগলে দোলে।
কোন বিনোদিনী গাঁথিলে মালা
বিনোদ বিনোদ ফুলে।।ধ্রু।।
বিনোদ কেশ বিনোদ বেশ
বিনোদ বরণখানি।
বিনোদ মালা গলায় আলা
বিনোদ সে দোলনি।।
বিনোদ বন্ধন বিনোদ চিকুর
বিনোদ মালা বেড়া।
বিনোদ নয়ানে বিনোদ চাহনি
বিনোদ আঁখির তারা।।
বিনোদ বুক বিনোদ মুখ
বিনোদ শোভা করে।
বিনোদ নগরে বিনোদ নাগর
বিনোদ বিনোদ বিহরে।।
বিনোদ বলন বিনোদ চলন
বিনোদ সঙ্গিয়া সঙ্গে।
লোচন বোলে বিনোদিনীর
বিনোদ গৌরাঙ্গে।।