বিনোদিনী বিনোদ নাগর।
শুতিয়াছে পালঙ্ক উপর।।
কুসুম-রচিত কত তায়।
সৌরভে মধুকর ধায়।।
কুসুমহি রচিত শিথান।
চৌদিকে কুসুম বিথান।।
দুহুঁ –জন ঘুমাওল সুখে।
দুহুঁ অরপিত দুহুঁ মুখে।।
তনুতনু জড়িত করিয়া।
আবেশে রহল ঘুমাইয়া।।
নিজ নিজ কুঞ্জ তার কাছে।
তাহে সখীগণ শুতিয়াছে।।
শ্রীরূপমঞ্জরী আদি যত।
শুতিল কুঞ্জের চারি ভিত।।
পশুপাখী নিশবদ ভেল।
রজনী শেষ ভৈ গেল।।
নিতি নিতি ঐছন বিলাস।
কহ যদুনন্দন দাস।।