বিনোদিনী ! আমি তোমার পদরেণু হব।
তোমার লাগিয়া মোর স্থলে সদা বৃন্দাবনে
তুয়া নাম সতত ঘুষিব।।
তুমি শিক্ষা তুমি গুরু তুমি হও কল্পতরু
তুমি হও মন্ত্রের প্রধান।
তুমি শুদ্ধ প্রেমজল তুমি সে ধরণীতল
অহর্নিশি তুয়া গুণগান।।
তুমি তন্ত্র মন্ত্র ধ্যান তুমি মায়া যোগ জ্ঞান
আমি সে তোমার শিষ্য নট।
তুমি প্রেমের গুরু অন্তরে অন্তরু
সেই প্রায় নাচাও উদ্ভট।।
তুমি ধ্বনি তুমি গান তুমি মোর নিজ প্রাণ
তেজি সে তোমার গুণ গাই।
কহে দীন নরোত্তম দয়াহীন দীন জন
পদরেণু তেঞি হইতে চাই।।