বিনু দোসে পিয় পরিহরি গেল।
জৌবন জনম বিফল ভেল।।
জগত জনমি সখি হম সনি।
নহি ধনি দোসরী করম হীনি।।
হরি সঙ্গ কয়ল রভস জত ।
বিসলেখে বিস সন ভেল তত।।
নিরবধি বিরহ পয়োনিধি।
কতহু মরন নহি দেল বিধি।।
বিরহ দহন হো তন অতি।
মনোরথ মনহি রহল কতি।।
বিদ্যাপতি কহ গুনমতি।
অচিরহি মিলতি মধুরপতি।।