(বিনদিনি রাধা নব নাগর কান।
নটন বিলাস-উলাস পুলক-তনু
এক শকতি দুই একই পরাণ।।)
একে নব কুঞ্জ কুসুম অতি মনহর
ভ্রমরা ভ্রমরিগণ গাওয়ে রসাল।
রতনক দীপ নীপ পর হিমকর
মদনদেব মোহন নটরাজ।।
বাজত বলয় নূপুর মণি-কিঙ্কিনি
শ্যাম-বামে রহু গোরি কিশোরি।
ভুজ দুহুঁ দুহুঁক কান্ধ পর শোভই
নব বারিদে জনু বিনদ বিজুরি।।
মৃদু মধুরস্মিত মিলিত দৃগঞ্চল
আনন্দে হেরি দুহঁ দুহুঁক বয়ান।
অখিল ভুবন সুখ-সাগরে শূতল
জ্ঞানদাস চিতে ঐছন ভান।।