বিজন বনে বনে ভ্রমই দুহু।
দোহার কান্ধে শোভে দোহার বাহু।।
দোহুর রূপে নয়ন ভুলে।
কনকলতিকা রাই তমালের কোলে।।
দীপসমীপে যেন ইন্দ্রনীলমণি।
জলদে জড়ায়ল যেন সৌদামিনী ।।
বদনে বদন মেলি মদন জাগে।
আলিঙ্গন দিয়া কানাই কত ধন মাগে।।
কষিত কনয় যেন কুন্দন হেম।
তুলনা দিবারে নাহি দোঁহাকার প্রেম।।
চান্দ উপরে চান্দ পিয়ে রসসুধা।
গোবিন্দদাস কহে না ভাঙ্গিল ক্ষুধা।।