বিচ্ছেদে বিকল ভেল দুহুঁক পরাণ।
দরদর অন্তর ঝরয়ে নয়ান।।
দুহুঁ মনে মনসিজ জাগি রহু।
তিল বিছুরণ নহে কেহ কাহু।।
নিশবদে শূতল নিন্দ নাহি ভায়।
বিয়োগ বিয়াধি বিথারল গায়।।
দুহুঁকে দুলহ নেতা দুহুঁ ভালে জান।
দুহুঁজন মিলনে মধ্যত পাঁচবাণ।।
রায়শেখর জানে ইহ রস-রঙ্গ।
পরবশ প্রেম সতত নহে সঙ্গ।।