বিগলিত চিকুর মিলিত মুখমণ্ডল
চাঁদ বেঢ়ল ঘনমালা।
মনিময়-কুণ্ডল স্রবণে দুলিত ভেল
ঘামে তিলক বহি গেলা।
সুন্দরি তুআমুখ মঙ্গল-দাতা।
রতি-বিপরীত-সময় জদি রাখবি
কি করব হরি হর ধাতা।।
কিঙ্কিনী কিনি কিনি কঙ্কন কনকন
কল-বর নূপুর বাজে।
নিজ মদে মদন পরাভব মানল
জয় জয় ডিণ্ডিম বাজে।।
তিল এক জঘন সঘন রব করইত
হোয়ল সৈনক ভঙ্গ।
বিদ্যাপতি পতি ও রস গাহক
জামুনে মিললো গঙ্গ তরঙ্গ।।