বাঢ়িক পানি কাঢ়ি জা জানি।
ঠাম রহল গএ জে নিজ মানি।।
অইসনহুঁ সুমুখি করহ তোহে রোস।
পুরুসক কী দিঅ এতবাহিঁ দোস।।
দহ দিসঁ ভমর করও মধুপান।
থির ভএ চাহিঅ অপন গেয়ান।।
জাতকি কেতকি মালতি সার।
রমণী ভএ জদি করএ বিহার।।
মধু লএ কে ঘর মধুপক সঙ্গ।
থাবর গৌরব ই বড় রঙ্গ।।
পর-অনুরাগ রাগে গেল মোহি।
সে ময়ে ছড়লে সুমঝএ তোহি।।
ভনই বিদ্যাপতি বুঝ রসমন্ত।
রাএ সিবসিংহ লখিমাদেবিকন্ত।।