বাঢ়লি পিরিতি হঠহি দূর গেলি।
নয়ন কাজর মুহ মসি ভেলি।।
তে অবসাধে অবসিন ভেল দেহ।
খত কুমেঢ়া সন বুঝল সিনেহ।।
সাজনি কি পুছসি মোহি।
অপদ পেম অপদহি পউ মোহি।।
জঞো অবধানিঞ পরজনু জান।
কন্টক সম ভেল রহএ পরান।।
বিবহানল কোইল কব জাবি।
বাঢ়লি হবি জনি সীচিতা বারি।।
ভনই বিদ্যাপতীত্যাদি