বাস জাগরণে নিকুঞ্জ ভবনে
আউলায় অলস ভরে।
সুতলি কিশোরী আপনা পাসরি
পরাণনাথের কোরে।।
সখি হের দেখসি যাবা।
নিন্দ যায় ধনি ও চান্দবদনী
শ্যাম অঙ্গে দিয়া পা।।
জলদ বরণে অধিক শোভিছে
রাইয়ের চরণখানি।
এ তিন ভুবনে তুলনা নাহিক
কোরে নব কামিনী।।
নাগরের বাহু সিথান হয়্যাছে
বিথার বসন ভূষা।
নিশ্বাসে দুলিছে নাসার বেসর
মুখে হাসি আছে মিশা।।
পরিহাস করি নিতে চাহে হরি
সাহস নাহিক হয়।।
ধীরি করি বোল নাহি কর রোল
দাস গোবিন্দ কয়।।