বাসিত বিশদ বাস-গেহে বৈঠত
বহ্নি-ভবন বলি উঠই ।
বরিহা-বিরচিত বীজন বিজইতে
বিষধর-বিষ সম বলই।।
বলানুজ বুঝলহোঁ বহুবিধ বোধি।
বরবিধু-বয়নি বিনোদিনি বল্লবি
বুড়ত বিরহ-পয়োধি।।
বিগলিত-বলয় বাহু বিস-বল্লরি
বিলপই বিপিন-বিতান।
বিছুরল বেশ-বিলাস বিলাসিনি
বহু বৈদগধি-বিধান।।
ব্রজ বনিতা বসুধা-তলে বিলুঠই
বিঘটিত বিমল শয়ান।
বিরমিত বচন বিচারই বাউরি
গোবিন্দদাস রস গান।।