বাল গোপাল রঙ্গে সমবয় সখা সঙ্গে
হামাগুড়ি আঙ্গিনায় খেলায়।
তেজিয়া মাখন সরে তুলিয়া কমলকরে
মৃত্তিকা মনের সুখে খায়।।
বলরাম তা দেখিয়া যশোদা নিকটে যায়্যা
কহিলা ভাইয়ের এই কথা।
শুনি তবে যশোমতী আইলা তুরিত গতি
গোপাল খাইছে মাটি যথা।।
মায় দেখি মাটি ফেলে না খাই না খাই বোলে
আধ আধ বদন ঢুলায়।
মুখ নিরখয়ে রাণী ধরিয়া যুগল পাণি
মন-দুখে করে হায় হায়।।
এ খির নবনী সর কিবা নাহি মোর ঘর
মৃত্তিকা খাইছ কিবা সুখে।
পিতা যার ব্রজরাজ তার কি এমন কাজ
শুনিলে হইবে মনে দুখে।।
এতেক বলিয়া রাণী কোলে করি নীলমণি
ছলছল ভেল দু নয়ান।
এ উদ্ধব দাস গীতে যশোমতী হরষিতে
অনিমিখে নেহারে বয়ান।।