বান্ধিয়া ঔষধ গলার উপরে
অতি হরষিত হঞে।
হরের মহত্ত্ব রাখিতে ইশ্বর
তবে সে কান্দ * *।।
কহে “শুন বাণী শুনহে, জোগিআ
জদি জান কিছু মন্ত্র ।
ঝাড়হ ছাআলে ওহে জগিবর
জেবা জান * *।।
এই নিবেদন করিয়ে জতন
তুমি সে জগিআ সিদ্ধা।
তেই সে জতন করিএ এমন
তন্ত্র মন্ত্র * * ।।”
শুনিঞা বচন করএ জতন
কোলেতে গোকুল-পতি।
তন্ত্র মন্ত্র ঝাড়ে সেই জগিবর
ঝাড়ে “নম * *
* * নারাঅণ পরম কারণ
বামে সেবায়ন পতি।
পদ্মনাভ ঋষি- কেশব অচ্যুত
অনন্ত মুরারি * *।।
* * বগর্ভ শ্রীমধুসূদন
বাসুদেব জনার্দ্দন।
বরাহ নৃসিংহ আর প্রজাপতি
আর সিংহ নারাঅণ।।”
* * ঝাড়ি সেই যোগিবর
হাসেন সে চক্রপাণি ।
মাআর আনন্দ বিহরে আনন্দ
চণ্ডিদাস * * *।।