বানরি শবদ শারি শুক ফুকরত
মউর মউরি ঘন নাদ।
গুরুজন গমন সবহুঁ মেলি ভাখই
তবহি গণল পরমাদ।।
বিদগধ নাগরি নাগর কান।
জাগিয়া শয়নহি দুহুঁ উঠি বৈঠল
করযুগে মোছই নয়ান।।
রাইক বিচলিত বেশ বনায়ত
নিকটহি জানি বিহান।
নয়নক লোরহি শয়ন ভিগায়ই
সোঙরিতে গেহ পয়ান।।
রজনি প্রভাত জানি হিয় চঞ্চল
ভরমে বদল ভেল বাস।
দুহুঁ জন কুঞ্জকুটীরে নেহারত
সখী পাশে উদ্ধবদাস।।