বাধা না মানয়ে ঝরয়ে নয়ান।
কৈছে করত হিয়া কহন না জান।।
তুহুঁ পুন কি করবি গুপতহি রাখি।
তনু মন দুহুঁ মুঝে দেওত সাখী।।
অবহুঁ যো গোপসি কি কহব তোয়।
বজর কি বারণ করতলে হোয়।।
পাওলুঁ রে সখি মৌনকি ওর।
পিয়া পরদেশে চলব মুঝে ছোড়।।
সময় সমাপন কী ফল আর।
প্রেমক সমুচিত অবহি বিচার।।
গমন সময়ে পুন কহ জানি কোই।
পিয়াক অমঙ্গল যদি পাছে হোই।।
এ ধনি অচিরহি তোহারি সে পাশ।
আওব কহ ঘনশ্যামর দাস।।