বাট ভূঅঙ্গম উপর পানি।
দুহু কুল অপজসে অঙ্গিরল আনি।।
পরনিধি হরলএ সাহস তোর।
কে জান কঞোন গতি করবএ মোর।।
তোরে বোলে দূতী তেজল নিজগেহ।
জীবসঞো তৌলল গরুঅ সিনেহ।।
লহুকএ কহলহ গুরু বড় ভাগ।
অন্তর ভর রজনি দূর অভিসার।।
দসমি দসাহে বোলব কী তোহি।
অমিঞ বোলি বিষ দেলএ মোহি।।