বাট বিকট ফণিমালা।
চউদিস বরিসএ জলধর জালা।।
হে মাধব বাহু তরিএ নরি ভাগে।
কতএ ভীতি জৌঁ দৃঢ় অনুরাগে।।
বন ছলি একলি হরিনী।
ব্যাধ কুসুম সরে পাউলি রজনী।।
বিদ্যাপতি কবি ভানে।
রূপনারায়ন নৃপ রস জানে।।