বাঁশী বাজলে কি আয়রে শশী, বংশী ধ্বনি শুনলে আসে হয়ে মন উদাসী।
বাঁশীর মূলে হৃদয় খুলে, কান পাতিল যে জনা,
শুনে ধ্বনি মাবুদ্ গণি, কেবলমাত্র শূন্যে বসি।
ডাকে বাঁশী শূন্যে বসি, জগজ্জনে বেরিয়ে,
প্রাণটি খুলে উত্তর দিলে, গলে লাগে তার ফাঁসি।
মন-চোরা দিবে ধরা, ঐ মোহন বাঁশী রবে,
বাঁশীর গতি হয়ে পান্থি, উলট কর কালনিশি।
নিগূঢ় ঘরে হৃদ্ মাঝারে, বাজাও ভেরী যতনে,
করলে যতন মিল্বে রতন, দেখবে কে কালশশী।
নফ্ছ ক্কল্ব নিকাল তার রব, ধ্যানে মনে বসি,
মন বে-খেদে আপন বেঁধে, মিল্বে নারে বনবাসী।
বাজাও বাঁশী মন উদাসী, মুর্শিদ চরণ সেবিয়ে,
সেব্লে তার মিলবে ওরে, প্রেম করিতে ব্রজবাসী।
জহুর কয় তোর মূলে দেখ,শুকনা মাটি হয় কি পেঁক,
মন টলানি মিছা বাণী, মিল্বে নারে বনবাসী।