বাঁশী ফুঁকে মনচোরা,নাম ধরিয়ে ডাকে বাঁশী আলিফ-লাম-রা।
বাজে বাঁশী মন উদাসী কদম ডালে লীলা,
সঙ্কেত জানি বংশী ধ্বনি, ধর-গে’লো সই তরা তরা।
টল্ টলাটল করতু অটল, আলিফ্ লাম মিমে,
দালে লামে বাঁধে কামে মুর্শিদ বাণী করতু সারা।
তিন তার গৌরাঙ্গ ঘুরে, চালাও তরী ভাব সাগরে,
ডুব্ দিয়ে যা অতল নীরে, দেখবেরে মুখ হাসি ভরা।
লুপ্তাকারে ঐ সাগরে, ছুলতানগঞ্জে যাও বেপারে,
যুগে যুগে যোগ করিলে, অধর চাঁদে দিবে ধরা।
হৃদয়তারে সুধাকারে, বাঁধরে ও মন শূন্যভরে,
নয়নে টানিয়ে বাণে, নিশান কর মনচোরা।
হৃদ মন্দিরে মিহির করে, যে রসিকে সাজন করে,
লুঠে মধু যে হয় সাধু, পায়না যারা বচন-চোরা।
জহুর বলে হৃদয় তারে, বাজাও বাজাও ভাব ছেতারে,
বাজলে পরে দেখবে ওরে, কোথা আছে মনোহরা।