বহুল-বারিদ- বরণ বন্ধুর
বিজুরি-বিলসিত বাস।
বিকচ-বান্ধলি- বলিত বারিজ
বদন-বিম্ব পরকাশ।।
বিহরতি বৃন্দাবনে বনমালি।
বেঢ়ল ব্রজ-বধূ- বৃন্দ বিমোহিত
বোলত বলি বলিহারি।।
বকুল-বঞ্জুল- বল্লি-বলয়িত
বিলোল-বহাঁবতংস।
বিমল ভূষণ বেশ বাসিত
বেকত বাওত বংশ।।
বিশদ বারণ- বাহু-বৈভব
বলয়-বন্ধ নিবন্ধ।
বিবিধ বৈদগধি- বচন-বিরচন-
বিবশ দাস গোবিন্দ।।