বহুখন পদতলে যব রহুঁ কান।
সখিগণ কহইতে ভাঙ্গল মান।।
দুহুঁ জন গদ-গদ লোচন-লোর।
কানু জানি তব কয়লহি কোয়।।
কত কত প্রেম কয়ল পুন নাহ।
ঘর সঙ্কীরণ-রস-নিরবাহ।।
রাধামোহন-পহুঁ গুপত যো কারি।
সো সুখ কো জন কহইতে পারি।।
বহুখন পদতলে যব রহুঁ কান।
সখিগণ কহইতে ভাঙ্গল মান।।
দুহুঁ জন গদ-গদ লোচন-লোর।
কানু জানি তব কয়লহি কোয়।।
কত কত প্রেম কয়ল পুন নাহ।
ঘর সঙ্কীরণ-রস-নিরবাহ।।
রাধামোহন-পহুঁ গুপত যো কারি।
সো সুখ কো জন কহইতে পারি।।