বহুখণে পরিচয় ভেল।
বিরহ-বেদন দূরে গেল।।
দোঁহে দুহুঁ কোরে আগোরি।
সহচরি হেরি বিভোরি।।
অদভূত প্রেম-চরীত।
হেরইতে চমকিত ভীত।।
কোরহি দেখিতে না পায়।
ঐছন না শুনি কোথায়।।
পুন দোঁহে নিবিড় বিলাস।
দুরে গেও বিরহ -হুতাশ।।
গোবিন্দদাসক দাস।
ইহ গুণ আনন্দে ভাষ।।