বল রে বলাই, তোদের ধরন কেমন হাঁ রে।
তোরা বলসি চিরকাল ঈশ্বর এই গোপাল, মানিস কৈ রে।।
বলে যেয়ে বনফল পাও, এঁটো কর গোপালকে দেও।
তোদের এ কেমন ধর্ম বলো সেই মর্ম আজ আমারে।।
গোষ্ঠে গোপাল যে দুঃখ পায় কেঁদে কেঁদে বলে আমায়।
তোরা ঈশ্বর বলিস যার স্কন্ধে চড়িস তার কোন্ বিচারে।।
আমারে বুঝাও রে বলাই তোদের ত সে ভাব দেখি নাই।
ফকির লালন বলে, তার ভাব বোঝা ভার এ সংসারে।।