বল বল দেখি বিকল পরাণ
বুক বিদরিয়া মরি।
বেদনা জানব বরজ-রমণী
বিকল হইয়া বড়ি।।
বলরাম হৈতে বড় সে জানিয়ে
বড় সে করিয়ে প্রেম।
বিদূর যেমন বহু রত্ন ধন
লাখে লাখে পায় হেম।।
বড় যেন দুখ বহু গেল দুখ
বড়ই আনন্দ তার।
বহুমূল্য ধন তুমি সে তেমন
ভুবন করিল সার।।
বটে কি বা নয় বুঝ রসময়
বলিল গোচর পায়।
বেণী কালজাদ বসিয়া বিরলে
রূপ নিরখিয়ে তায়।।
বেশ পরিপাটি বেশের বন্ধান
বেলি অবসানকালে।
বলি রাধা রাধা বাজাও মুরলী
তখনি যাইথু জলে।।
বৃন্দাবন বন্ধান সঙ্কেত-মুরলী
শ্রবণে শুনিয়ে যবে।
বেকত কামিনী কুলের রমণী
পরাণ না ধরে তবে।।
বিকল হইয়া সঙ্কেত পাইয়া
কনক-গাগরি কাঁখে।
বলে চণ্ডীদাস বেদনা পাইয়া
যেন ধনু পেয়া রাখে।।