বল গো সজনী হেন কি শুনি কানে, মোহন স্বরে উদাস কৈল ঐ শ্রীবৃন্দাবনে।
কে বাজায় কোথা বসে, চল সখী ছদ্মবেশে,
গেলে পাব কোন দেশে, হারা হলেম মন প্রাণে।
দু-করে ধরিয়ে বীণা, বাজায় কেবল তানা না-না,
ভাবে কিছু না যায় জানা, খুঁজলে মিলে কুঞ্জবনে।
আলিফ-লাম রা-র সনে, ঢোঁড় বাঁশী মন প্রাণে,
টাইনে আন ধ্যানে ধ্যানে, পরশিবে মহাপ্রাণে।
আলিফ্, দাল, মিম নগরে, বাজে ভেরী ঘরে ঘরে,
চতুর হয়ে যে তালাশ করে, তত্ত্ব পায় মুর্শিদ সন্ধানে।
হারে জহুর পন্থ-ভোলা, হয়ে যা মোহন্ত চেলা,
নামে প্রেমে গলার মালা, রাখে দেখ দু’নয়নে।