বল গো সজনী আমায় কে ডাকে, হৃদ্ মন্দিরে শব্দরোল নিশিদিন থাকে থাকে।
পরম যতন করে, দিন যামিনী ডাকে মোরে,
কুব্জারাণী মন্ত্র দিয়ে, দিন কাটিল ফাঁকে ফাঁকে।
কংস বংশ চতুর্দিকে, দিবানিশি পারা থাকে,
উত্তর দিতে বাঁশীর সুরে, বিঘ্ন ঘটায় বাঁকে হাঁকে।
মোহ লোভে করে রোল, সেই ডাকে পড়িল গোল,
গণ্ডগোলে দিন কাটিয়ে, কাজ কি হবে সন্ধ্যা ডাকে।
হারে জহুর হও খবরদার, খড়ি মাটি এ সংসার,
ছেতার বাজাও তারে তারে, উত্তর দাও তার যে জন ডাকে।