বল গো সজনি আমায় কেমন গো সে গৌরমণি।
জগত জনার মন নামে করে পাগলিনী।।
একবার যদি দেখতাম তারে রাখতাম সে রূপ হৃদয়ে পুরে।
রোগ শোক সব যেত দূরে শীতল হইত মহাপ্রাণী।।
মন মোহিণীর মন-হরা দেখলি কোথা সেই যে গোরা।
আমায় নিয়ে চল্‌ গো তোরা দেখে শীতল হই গো ধনি।।
নদেবাসীর ভাগ্যে ছিল গৌর হেরে মুক্তি পেল।
অবোধ লালন ফেরে প’লো না পেয়ে সে চরণখানি।।