“বলহ এমন কেনে হাল ভেল
ধূলাতে ধূসর লুটী।
কহ কহ দেখি কিসের কারণে
কোথা হয়ে বেশ পাটী।।”
কহিতে লাগিল চতুর মুরারী
কহে বলরাম আগে।
“যমুনা-ভ্রমণ করিতে করিতে
আইল ফুলের বাগে।।
দেখিয়া ফুলের বাগান সুন্দর
দুসারি ফুটিল ফুল।
দেখিতে দেখিতে নয়ন গোচর
তাহে ঝুরে অলিকুল ।।
গোকুলের লীলা মনে পড়ি গেল
সে মোর যশোদা মায়।
সুগন্ধি ফুলের বেশ পরিপাটী
কত বনাইত তায়।।
যশোদার স্নেহ পাশরিতে নারি
কি দিয়া সুধিব ধার।
লাখ কোটি যুগ দেব মন্বন্তর
তবু সীমা নাহি যার।।
যখন বান্ধল নবনি লাগিয়া
চরণ বান্ধল মোর ।
বান্ধিয়া চরণ জননী তখন
পুন সে করল কোর।।
আর যত স্নেহ এই মোর দেহ
পুরিত লোমেতে লোমে।
এক কোটী ভাগ যুগেতে নারিব
সে ধার সুধিতে ভ্রমে।।”
চণ্ডীদাস শুনি ব্যথিত হিয়ায়ে
বলরাম ভেল মোহ।
ছল ছল আঁখি নয়ান কাতর
* * বচন এহ।।