বলরামের বেশে রাই ক্রোধাবেশে চলে।
চন্দ্রাবলী কুঞ্জে গিয়া দেখিল সকলে।।
হেদেরে কানাই দেখি একি ব্যবহার।
ডাকিয়া উত্তর আমি না পাই তোমার।।
এখানে কি কাজে আছ বলনা আমারে।
নতুবা শিঙ্গার বাড়ি মারিব তোমারে।।
বলরামে দেখি চন্দ্রাবলী লুকাইল।
শ্যামের হাত ধরি রাধা বাহির হইল।।
মনে মনে ভাবে কৃষ্ণ পরশ পাইয়া।
চিনিলেন শ্রীরাধার চরণে চাহিয়া।।
হরষিত হৈল শ্যাম চিন্তা গেল দূরে।
কর ধরাধরি করি চলে ধীরে ধীরে।।
শ্যামকে লইয়া রাধা কুঞ্জেতে প্রবেশে।
বদনে বসন দিয়া সখিগণ হাসে।।
ধিক্ ধিক্ শ্যাম তোমার এই ব্যবহার।
এখন কোথা চন্দ্রাবলী প্রেয়সী তোমার।।
ফাঁপড়ে পড়িল শ্যাম উত্তর না সরে।
বৃন্দাবন দাস বলে বান্ধ প্রেমডোরে।।