বলরামের নিজ ধেনু বাছিয়া লইল।
ছিদাম বোলেন তবে মুঞি যাইতে হৈল।।
বসুদাম বলে ভাই শুন রে রাখাল।
ধেনু রাখ এক ভাই ঘরে যাই চল।।
শ্রীমতীর রাখাল ধায় যমুনার তীরে।
সুবলের সহিতে কানু যায় ধীরে ধীরে।।
শ্রীমতীর বলরাম ঘুরায় পাচনি।
ঘন ঘন গগনে গরজে শিঙ্গা-ধ্বনি।।
চণ্ডীদাস কহে তখন শুনহ কানাই।
ঠেকিলে দারুণ বনে যেতে পাবে নাই।।