বর রামা হে সো কিয়ে বিছুরণ যায়।
করে ধরি মাথুর অনুমতি মাগিতে
ততহি পড়ল মুরছায়।।
কিছু গদ গদ স্বরে লহু লহু আখরে
যে কিছু কহল বর রামা।
কঠিন কলেবর তেইঁ চলি আওল
চিত রহল সোই ঠামা।।
তা বিনে রাত দিবস নহি ভাওই
তাতে রহল মন লাগী।
আন রমনিসঞে রাজ সম্পদ ময়ে
অছিএ যৈছে বৈরাগী।।
দুই এক দিবসে নিচয় হম জাওব
তুহু পরবোধিবি রাঈ।
বিদ্যাপতি কহ চিত রহল তাহাঁ
প্রেম মিলায়ব যাই।।