বরিসএ লাগল গরজি পয়োধর
ধরনী দন্তুদি ভেলী।
নবি নাগরী রত পরদেশ বালভু
আওত আসা গেলী।।
সাজনি আবে হমে মদন অধারে।
সূন মন্দিরো পাউস কে জামিনি
কামিনী কী পরকারে।।
লঘু গুরু ভএ সবি পএ ভরে লাগলি
নীচেও ভউ অগাধে।
কওনে পরি পথিকে অপন ঘর আওব
সহজহি সব কা বাধে।।
এহে বেআজ কইএ পিআ গেলা।
আওব সময় সমাজে।
মোহি বরু অতনু অতনু কএ ছড়াথু
সে সুখ ভুজথু রাজে।।
তুঅ গুন সুমরি কাহ্নে পুনু আওব
বিদ্যাপতি কবি ভানে।।