বন্ধু মোরে ছুঁইওনা ছুঁইওনা রে
নন্দের ঘরের কালা কানু রে মোরে ছুঁইও না । ধু
কদম তলে থাক কানুরে কদম পুষ্প চাইয়া।
প্রাণ হরিয়া নিলা শ্যামে বাঁশিটি বাজাইয়া ।
কদম তলে থাক কানুরে বাজাও মোহন বাঁশি
বাঁশির স্বরে খসি পড়ে কাঁখের কলসী।
রাজপন্থে থাক কানুরে করো বাটোয়ারি।
ছাড়ি দেও নেতের অঞ্চল বন্ধু ভাঙ্গিব গাগরি।
মাঠে থাক ধেনু রাখ রাখোয়ালের মতি।
তুমি নি রাখিতে পার বন্ধু সুজনের পিরীতি।
জাঙ্গালে সে আইস বন্ধু জাঙ্গালে সে যাও। কতধন দিবাকরি বন্ধু ফিরিয়া না চাও।
সৈয়দ মর্তুজা কহে বন্ধু মনেত ভাবিয়া। তুমি নি আসিবা বন্ধু রাধার লাগিয়া।