বন্ধু, কি আর বলিব আমি।
তোমা হেন ধন অমূল্য রতন
তোমার তুলনা তুমি।।
তুমি বিদগধ গুণের সাগর
রূপের নাহিক সীমা।
গুণে গুণবতী বেন্ধেছ পীরিতি
অখল ব্রজের রামা।।
জাতি কুল দিয়া আপনা নিছিয়া
শর‍ণ লইয়াছি।
যে কর সে কর তোমার বড়াই
এ দেহ সঁপিয়াছি।।
আনের আনেক আছে কত জন
রাধার কেবল তুমি।
ও দুটি চরণ শীতল দেখিয়া
শরণ লইনু আমি।।
চণ্ডীদাস বলে শুন সুনাগর
রাধারে না হও বাম।
লোকমুখে শুনি তোমার মহিমা
সরল পঞ্চর নাম।। (?)