বন্ধু আমার কালিয়া সোনা। স্বপনে পাইলাম বন্ধু করিয়া কামনা।। ধু
স্বপনে বন্ধুয়াসনে দরশন ভেল। উলটি পাশ না দিতে বন্ধু কোন দেশে গেল।।
যথাতথা যাওবন্ধু আসিও সকালে। তিলেক বিলম্ব হৈলে বন্ধু ঝাম্প দিব জলে।।
আমি ভাবি বন্ধু বন্ধু, বন্ধু ভাবে ভিন্। বন্ধের কি দোষ দিব আপনা কুদিন।।
বন্ধুয়া বন্ধুয়া মোর গোপতের পতি। পাষাণে নিশান রৈল তুই কালার পিরীতি।।
বন্ধুয়া বন্ধুয়া মোর স্বরগের তারা। তিলেক না দেখি তোর আঁখি বহে ধারা।
কেহ বলে কালাকালা আমি বোলি শ্যাম। হৃদেতে লিখিয়া রাখম্‌ কালার নাম।।
সৈয়দ মর্তুজা কহে শুনরে কালিয়া। পর কি আপনা হয় পিরীতি লাগিয়া।।