বনে চলে রামকানু উড়য়ে গোখুর রেণু
হাম্বারবে শিঙ্গা বিষাণ বাজে।
বলরাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম
ব্রজ বালক সব বলে।
উঠিল গগনে ধ্বনি এই মাত্রে সবে শুনি
আনন্দময় গোকুলে।।
রামের সুন্দর তনু সব দেব চন্দ্র জনু
নীলবাস কটিতে আটনি।
অভিনব নীলমণি কানুর চরণ জিনি
পীতবাস শরীরে আটনি।।
যিনি অসৎ ভাবনে
দুই ভাই চলি যায় দেবলোক রূপ চায়
মণিময় আভরণ অঙ্গে।
সৌরভে আকুল হয়ে মধুকর চলে ধেয়ে
গলার মালার সঙ্গে সঙ্গে।।
ত্রিভঙ্গ খেণে রহে ভুবনের মন মোহে
খেনে খেনে মন্দ গতি যায়।
চরণে নূপুর বাজে … … …
নরোত্তম হৃদয় জুড়ায়।।