বনি আই বৃষভানু-তনি।
চরণ-কমল চন্দ অরুণ বিরাজিত
মঞ্জির রঞ্জিত মধুর- ধ্বনি।।
বয়স সমান সঙ্গে নব রঙ্গিনি
সাজলি শ্যাম-দরশ-রস লোভে।
কোই রবাব মুরজ সর মণ্ডল
বীণ উপাঙ্গ হাথ পর শোভে।।
গতি অতি মন্থর নব যৌবন ভর
অসিত বসন মণি কিঙ্কিণি বোল।
গজ অরি-মাঝরি উপরে কনয়-গিরি
বীচহি সুরধনি মুকুতা হিলোল।।
রবি-মণ্ডল হরি কুণ্ডল ঝলমলি
সুন্দর সিন্দূর ভালি রে ভালে।
জ্ঞানদাস কহ মাতল অলিকুল
বেঢ়ল কবরিক মালতি মালে।।