বনমাহা কুসুম তোড়ি সব সখীগণ
সরস সমরু করু তাঁহি।
মার ত বদন নেহারি কুসুম শর
শোহত সমরক মাহি।।
কো কহু মরমক কেলি
নওল কিশোরী নওল বর নাগরি
ললিতা বিশাখা সখি মেলি।।
মণিময় ভূষণ তনু তনু শোহন
রুনু ঝুনু নূপুর বাজে।
গোবিন্দদাস কহে রমণীশিরোমণি
জিতল বিদগধ-রাজ।।