বদন হেরিয়া গদ গদ হৈয়া
কহে বিনোদিনী রাই।
শুনগো সজনি হেন মনে গনি
আনছলে পথে যাই।।
হেরি শ্যামরূপ নয়ন ভরিয়া
আঁখির নিমিখ নয়।
এক আছে দোষ গুরুজন-রোষ
তাহাই বাসি যে ভয়।।
আঁখির পুতলি তার মাঝে মণি
যেমন খসিয়া পড়ে।
শিরীষ কুসুম জিনিয়া কোমল
পাছে বা গলিয়া পড়ে।।
ননীর অধিক নশরীর কোমল
বিষম ভানুর তাপে।
জানি বা ও অঙ্গ গলিয়া পড়ি
ভয়ে সদা তনু কাঁপে
কেমন যশোদা…
…
চণ্ডীদাস বলে– “শুন ধনি রাধা,
সকল গুপত মানি।
কোন কোন ছলা কিসের কারণে
আমি সে সকল জনি।।”