বদন নিছাই মোছি মুখ-মণ্ডল
বোলত সুমধুর বাণি।
বেলি অবসানে তুরিতে নাহি আওসি
তুয়া লাগি বিফল পরাণি।।
নন্দন-করে ধরি রাণী।
কতহুঁ যতন করি যশোমতি সুন্দরি
মন্দিরে বৈসায়লি আনি।।
সুবাসিত তৈল সুশীতল জল দেই
মাজল যতনহি অঙ্গ।
কুন্তল মাজি সাজি পুন বান্ধল
চূড় শিখণ্ডক রঙ্গ।।
মৃগমদ চন্দন অঙ্গে বিলেপন
যতনে পিন্ধায়ল বাস।
বাসিত কুঙ্কুম হার উরে লম্বিত
কি কহব গোবিন্দদাস।।