বংশী ডাকিলে সুমতি না দেয় রাধে।
আঁখি কচালিয়া সদা ফুকারিয়া কান্দে।।
রাধার উক্তি
সজনি কানুর বাঁশী সদাই কেনে বাজে।
গুরুজন নাহি মানে আমি মরি লাজে।।
কি হইল শ্যামের পিরীতি।
গুরুর বচনে আমি পুড়্যা মরি নিতি।।
আমার কি হইল দারুণ বেথা।
আপনার কেহো নাহি কহে সহজ কথা।।