ফুয়ল কবরি ধনি-বদন বেয়াপি
রাহু কিয়ে বিধু-মণ্ডল ঝাঁপি।।
চুম্বনে মেটল কুঙ্কুম-রাগ।
কাজর সিন্দুর দূরহি ভাগ।।
জানলুঁ কানু নিঠুর হিয় তোর।
ঐছন ভাতি কয়ল সখি মোর।।
বলহিঁ অধর-দল দশনে বিদার।
শয়নহিঁ লুঠই টূটল হার।।
নখ-পদ জরজর উচ-কুচ-ভার।
লূটলি সব তনু অতনু-ভাণ্ডার।।
সুপুরুখ জানি তোহে সোঁপলু রাই।
তাড়লি নিরজনে একলি পাই।।
তহুঁ সতি বৃন্দাবন-বাটোয়ার।
বলরাম কহ সখি না বলহ আর।।