ফুলবন গোরাচাঁদ দেখিয়া নয়নে।
ফুলের সমর গোরার পড়ি গেল মনে।।
ঘন জয় জয় দিয়া পারিষদগণে।
গোরাগায় ফুল ফেলি মারে জনে জনে।।
প্রিয় গদাধর সঙ্গে আর নিত্যানন্দ।
ফুলের সমরে গোরার হইল আনন্দ।।
গদাধর সঙ্গে পহুঁ করয়ে বিলাস।
বাসুদেব ঘোষ তাহা করিল প্রকাশ।।
ফুলবন গোরাচাঁদ দেখিয়া নয়নে।
ফুলের সমর গোরার পড়ি গেল মনে।।
ঘন জয় জয় দিয়া পারিষদগণে।
গোরাগায় ফুল ফেলি মারে জনে জনে।।
প্রিয় গদাধর সঙ্গে আর নিত্যানন্দ।
ফুলের সমরে গোরার হইল আনন্দ।।
গদাধর সঙ্গে পহুঁ করয়ে বিলাস।
বাসুদেব ঘোষ তাহা করিল প্রকাশ।।