ফুটল কুসুম নব কুঞ্জ কুটির বন
কোলিল পঞ্চম গাওই রে।
মলয়ানিল হিমসিখরে সিধারল
পিয়া নিজ দেস ন আওই রে।।
চাঁদ চন্দন তনু অধিক উতাপএ
উপবনে অলি উতরোল।।
সময় বসন্ত কন্ত রহু দুরদেস
জানল বিহি প্রতিকূল।।
আনমিখ নয়নে নাহ মুখ নিরখইতে
তিরপিত ন হয়ে নয়ান।
ই সুখ সময় সহএ এত সঙ্কট
অবলা কঠিন পরান।।
দিনে দিনে খিন তনু হিম কমলিনি জনি
ন জানি কি জিব পরজন্ত।।
বিদ্যাপতি কহ ধিক ধিক জীবন
মাধব নিকরুন অন্ত।।