ফুটল কুসুম অলিক মেলি।
কুহরে কোকিল বরিহা কেলি।।
কপোত নাচত আপন রঙ্গে।
রাই নাচত শ্যাম সঙ্গে।।
দেখবি সখি কুঞ্জমাঝ।
শ্যাম নায়র নায়রি সাজ।।
বিবিধ যন্ত্র একই তান।
গাওত বাওত অখণ্ড মান।।
তাতা দ্রিমিকি দ্রিমি মৃদঙ্গ।
সরখ পরশ অঙ্গ অঙ্গ।।
সহজে শ্যাম ললিতঅঙ্গ।
তাহে কতহুঁ নটনভঙ্গ।।
নয়নে নয়নে মধুর দীঠ।
অময়া অধিক বোলয়ে মীঠ।।
হিয়ে হিরহার আলস লোল।
চরণে মঞ্জির ঘুঙ্গর বোল।।
অধরে মধুর মৃদুল হাস।
জ্ঞানদাসচিতবিলাস।।