পড়িয়া ধরণীতলে শোকে শচী কাঁদি বলে
লাগিল দারুণ বিধি বাদে।
অমূল্য রতন ছিল কোন্ বিধি হরি নিল
পরাণ পুতলি গোরাচাঁদে।।
অঙ্গের অঙ্গদবালা গোরাচাঁদের কণ্ঠমালা
খাট পাট সোনার দুলিচা।
সে সব রহিল পড়ি গৌর মোরে গেল ছাড়ি
আমি প্রাণ ধরি আছি মিছা।।
গৌরাঙ্গ ছাড়িয়া গেল নদীয়া আঁধার ভেল
ছটফট করে মোর হিয়া।
যোগিনী হইল যাব গৌরাঙ্গ যথায় পাব
কাঁদিব তার গলায় ধরিয়া।।
যে মোরে গৌরাঙ্গ দিব বিনামূলে বিকাইব
হৈব তার দাসের অনুদাসী।
বাসুদেব ঘোষে ভণে কাঁদ শচী কি কারণে
জীব লাগি নিমাই সন্ন্যাসী।।