প্রেম রতন খনি রমণী শিরোমণি
পিয় বিরহানল জানি।
অন্তর জর জর নয়ন নিঝরে ঝর
বদনে না নিকসয়ে বাণী।।
আজু কি কহব হরি অনুরাগ।
তৈখনে কানন চললি বিকল মন
ধরম লাজ ভয় ভাগ।।
মন্থর গতি অতি চলই না পারতি
চলতহি তবহি তুরন্ত।
হিয়া অতি ধস ধসি শ্বসই মুখশশী
শ্রম জল কণ বরিখন্ত।।
সঙ্গিনী সহচরী দূরহি পরিহরি
রাই একাকিনী কুঞ্জে।
বল্লভ মূরছিত হেরি জিয়াওত
রূপ সুধারস পুঞ্জে।।