“প্রেম বাড়াইয়া ফেল উজটিয়া
তবু না ছাড়িব তোমা।
তোমার বিরহে মরিলে এখনি
পরিণামে পাব প্রেমা।।
যারে যেবা ভাবি যখন মরয়ে
সে জন অবশ্য পায়।
ত্রিভঙ্গ পোক দেখ আন জীব মাঝে
সে হয় ভৃঙ্গের কায়।।
পূরবে আছিল এক মুনিজন
তপেতে মহাই তেজা ।
ফল ফুল মূল পদ্মের মৃণাল
ভক্ষণ করিত সদা।।
সেই বনে এক হরিণ হরিণী
সঙ্গেতে তাহার শিশু।
হেনক সময়ে এক ব্যাধ-শরে
বিন্ধল থাকিয়ে পাছু।।
দুই জনা মারি ব্যাধ চলি গেল
হরিণী-ছাওয়াল রহে।
যেখানে আছয়ে সেই মুনিবরে
দেখিতেন অতি মোহে।।”
চণ্ডীদাস বলে– “এ বড় আকুতি
শুনহ নাগর কান।
ভাগবতে অছে কিছুই আখ্যান
এবে কহি তত্ত্বজ্ঞান।।”