প্রেম পরাণ একু ঠামে।
কেহো না করে বোল কানুক বামে।।
নাহক অন্তর জানি।
অতএ করল অনুমানি।।
সজনি কে জানে উপায়ে।
পরশিলে পালটি না যায়ে।।ধ্রু।।
ঐছন কানুক সুসঙ্গ।।
জনু চাঁদ কয়ল মৃগ অঙ্ক।।
অন্তরে জানিয়ে তিলেক।
ছায়া তনু জনু এক।।
পিরীতিক জীউ অধীন।
যৈছে জলে রহ মীন।।
জ্ঞানদাস সরস আভোগ।
মিলহি যোগহি যোগ।।